ভারতচন্দ্র রায়গুণাকর কোন কাব্য রচনা করেন?
Correct Answer: Option C
ভারতচন্দ্র রায়গুণাকর 'অন্নদামঙ্গল' কাব্য রচনা করেন । মঙ্গলকাব্যধারার শেষ কবি হিসেবে তার কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন 'অন্নদামঙ্গল' কাব্য । এ কাব্যের ঈশ্বরী পাটনী বাংলা সাহিত্যের অমর চতিত্র । 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' -প্রার্থনাটি ঈশ্বরী পাটনী করেছিলেন এ কাব্যে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions