‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের পটভূমি কি?
Correct Answer: Option B
'পায়ের আওয়াজ পাওয়া যায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে রচিত সার্থক ও মঞ্চসফল কাব্যনাট্য । সৈয়দ শামসুল হক রচিত এ নাটকের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে মুক্তিযুদ্ধের শেষ দিককার ঘটনাবলি । তার রচিত উল্লেখ্যযোগ্য নাটক গণনায়ক, নুরলদীনের সারা জীবন, এখানে এখন, ঈর্ষা ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions