‘রাত্রিশেষ’ কি ধরনের রচনা?

A নাটক

B উপন্যাস

C ছোট গল্প

D কাব্য

Solution

Correct Answer: Option D

'রাত্রিশেষ' আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ । এ কাব্যে যৌবনের মোহমুগ্ধতা, প্রেম-ভালোবাসা, আশা-আকাংক্ষা রূপায়িত হয়েছে । এ কাব্যগ্রন্থের কবিতাগুলো প্রহর, প্রান্তিক, প্রতিভাস ও পদক্ষেত্র এই চারভাগে বিন্যস্ত হয়েছে । মোট কবিতার সংখ্যা ২৮টি । তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- ছায়া-হরিণ, সারাদুপুর, আশায় বসতি, দুইহাতে দুই আদিম পাথর । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions