‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কার করা হয়?
Correct Answer: Option D
বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো চর্যাপদ । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । চর্যাপদে ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । চর্যাপদের প্রাচীনতম বা আদি কবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions