একটি পরিবারে, পিতা একটি কেকের ১/৪ অংশ নিয়েছিল যা অন্য সদস্যদের প্রত্যেকের প্রাপ্ত কেকের ৩ গুণ। পরিবারটির সদস্য সংখ্যা কত?

A

B

C ১০

D ১২

Solution

Correct Answer: Option C

পরিবারটির সদস্য সংখ্যা = ক জন
মোট কেকের পরিমাণ = ১ অংশ
পিতা কেক পেল = ১/৪ অংশ
অন্য সদস্যসের প্রত্যেকে কেক পায় = (১/৪) ÷ ৩
= (১/৪) × (১/৩)
= ১/১২

প্রশ্নমতে
১/৪ + (ক - ১)/১২ = ১
বা, ৩ + ক - ১/১২ = ১
বা, ক + ২ = ১২
বা, ক = ১২ - ২
ক = ১০ জন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions