জনপ্রিয় ফাস্টফুড 'পিৎজা'র উৎপত্তি হয়েছে কোন দেশে ?
Solution
Correct Answer: Option A
- জনপ্রিয় ফাস্টফুড 'পিৎজা'র উৎপত্তি হয়েছে ইতালিতে।
- পিৎজা সারা বিশ্বব্যাপী জনপ্রিয় ফাস্ট ফুড।
- এর উৎপত্তি ভূমধ্যসাগরীয় দেশ ইতালি।
পিৎজার ইতিহাস -
- পিৎজার আধুনিক রূপটি ১৮শ এবং ১৯শ শতাব্দীতে নেপলস শহরে বিকশিত হয়েছিল।
- ১৮৮৯ সালে, পিৎজাইওলো রাফাএলে এসপোসিতো ইতালির রাজা উম্বেরতো প্রথম এবং রানী মারগেরিতার সম্মানে "পিৎজা মারগেরিতা" তৈরি করেন, যা ইতালির জাতীয় পতাকার রঙ (সবুজ, সাদা, লাল) প্রতিফলিত করে।
- এই ঐতিহাসিক খাবারটি পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশের স্থানীয় স্বাদ ও উপাদান অনুযায়ী বিভিন্ন রূপ নেয়।