ব্রিটিশ শাসনামলে ঢাকাকে কোন সালে প্রাদেশিক রাজধানী করা হয়?

A ১৯২০

B ১৯০৫

C ১৯১১

D ১৮৭৫

Solution

Correct Answer: Option B

বিশাল আয়তনের বঙ্গ প্রদেশের শাসনকার্য কলকাতা থেকে পরিচালনার অসুবিধাকে কারণ দেখিয়ে বড়লাট লর্ড কার্জন ১৯০৫ সালে 'পূর্ববঙ্গ ও আসাম' এবং পশ্চিমবঙ্গ নামে দুটি প্রদেশ সৃষ্টি করেন । আর ঐ আইনে ঐ বছরই পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions