“সমাচার দর্পণ“ পত্রিকার সম্পাদক ছিলেন -
A জন ক্লার্ক মার্শম্যান
B জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C উইলিয়াম কেরি
D ডেভিড হেয়ার
Solution
Correct Answer: Option A
১৮১৮ সালের ২৩ মে প্রকাশিত সাপ্তাহিক 'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান । তিনি উপমহাদেশের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র মাসিক ‘ দিগদর্শন ' পত্রিকারও সম্পাদক ছিলেন । উইলিয়াম কেরি ১৮০০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন । ১৮০১ সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন ।