সুনামির (Tsunami) কারণ হলো -
A আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B ঘূর্ণিঝড়
C চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D সমুদ্র তলদেশের ভূমিকম্প
Solution
Correct Answer: Option D
সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদ্রপৃষ্ঠে প্রচণ্ড ও ধ্বংসাত্মক বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় । এরূপ বিশাল সামুদ্রিক ঢেউগুলোকে সুনামি বলা হয় ।