‘ সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসের রচয়িতা ছিলেন-
Correct Answer: Option C
'সূর্য-দীর্ঘল বাড়ী' উপন্যাসের রচয়িতা আবু ইসহাক । ১৯৫৫ সালে উপন্যাসটি প্রকাশিত হয় । এটি তার প্রথম গ্রন্থ ও উপন্যাস । এ উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র্য, কুসংস্কার, মোড়ল ও মোল্লাদের দৌরাত্ম্য, হৃদয়হীনা শাশুড়ির বৌয়ের প্রতি অত্যাচার ইত্যাদি বিশেষভাবে তুলে ধরার কারণে এটি হয়ে ওঠেছে গ্রামীণ জীবনের অথার্থ উপস্থাপনা । উক্ত উপন্যাসের কয়েকটি চরিত্র, জয়গুন, তার ছেলে হাসু, মেয়ে মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু প্রধান ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions