‘সে সকাল থেকেই খাই খাই করেছে’- এ বাক্যে ‘খাই খাই’ কোন ধরনের পদ?
A ক্রিয়াপদ
B ক্রিয়া বিশেষ্য
C দ্বিত্ব বিশেষণ
D ক্রিয়া বিশেষণ
Solution
Correct Answer: Option C
' সে সকাল থেকেই খাই খাই করছে ’ - এ বাক্যে ‘ খাই খাই ’ দ্বিত্ব বিশেষণ পদ । ক্রিয়াপদের দ্বিত্ব ঘটিয়ে গঠিত হয় ক্রিয়াদ্বিজাত বিশেষণ । যেমন - যায় যায় অবস্থা , কাঁদো কাঁদো চেহারা ইত্যাদি ।