আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?

A ইলেকট্রন

B প্রোটন

C নিউট্রন

D কারণ অনাবিষ্কৃত

Solution

Correct Answer: Option C

যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেসব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে । আইসোটোপগুলো একই মৌলের পরমাণু । নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে আইসোটোপ তৈরি হয় । যেমন- হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, প্রোটিয়াম (1^1 H), ডিউটেরিয়াম (2^1  H) এবং ট্রিটিয়াম (3^1 H) -এ নিউট্রন সংখ্যা যথাক্রমে 0, 1, ও 3 ।  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions