Solution
Correct Answer: Option A
যেসব শক্তি বা জ্বালানি পুনঃপুন ব্যবহার করা যায় , সেসব শক্তি বা জ্বালানিকে নবায়নযােগ্য জ্বালানি বলে । যেমন - পরমাণু শক্তি , সূর্যশক্তি , বায়ুশক্তি ইত্যাদি । উল্লেখ্য , কয়লা , পেট্রোল , প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি ।