ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো-
A এ রোগে মানবদেহে কিডনী নষ্ট হয়
B চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
C এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
D ইনসুলিনের অভাবে এ রোগ হয়
Solution
Correct Answer: Option B
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমােনের অভাব হলে প্রােটিন , শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় , একে ডায়াবেটিস রােগ বলা হয় । চিনি জাতীয় খাবার খেলে এ রােগ হয় না । তবে ডায়াবেটিস রােগীকে যথাসম্ভব চিনি (শর্করা) জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয়।