একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার, পেছনের চাকার পরিধি ৫ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ২০০ বার বেশি ঘুরবে?
Correct Answer: Option C
ধরি, x মিটার গেলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ২০০ বার বেশি ঘুরবে ।
x/৪ - x/৫ = ২০০
=> ৫x - ৪x/২০ = ২০০
=> x = ২০০ × ২০
x = ৪০০০
গাড়িটি ৪০০০ মিটার বা ৪ কি.মি. পথ গেলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ২০০ বার বেশি ঘুরবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions