চলার পথে প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয়ের জন্য বাদুড় কি ব্যবহার করে?
Solution
Correct Answer: Option C
যে তরঙ্গের কম্পাঙ্ক ২০,০০০ হার্টজ এর চেয়ে বেশি তাকে শব্দোত্তর তরঙ্গ বলে।বাদুড় অন্ধকারে চলার সময় বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে।বাদুড় তার সৃষ্ট শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনে প্রতিবন্ধকের অবস্থান এবং প্রকৃতি সম্বন্ধে ধারনা লাভ করে এবং চলার পথের সেই প্রতিবন্ধকতা পরিহার করে।