মধুসূদন দত্ত রচিত 'কপোতাক্ষ নদ' কবিতাটি কোন ধরনের?
A গীতিধর্মী
B আখ্যানমূলক
C চতুর্দশপদী
D অমিত্রাক্ষরা
Solution
Correct Answer: Option C
'কপোতাক্ষ নদ' সনেট জাতীয় কবিতা; 'চতুর্দশপদী কবিতাবলী' কাব্যগ্রন্থের অন্তর্গত। 'চতুর্দশপদী কবিতাবলী' বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।