Solution
Correct Answer: Option C
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান
কবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা
পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২১ জুলাই, ১৯৫১
সালে ঢাকায় মারা যান। তাঁর রচিত কাব্য: ‘মহাশ্মশান
(মহাকাব্য ১৯০৪), 'বিরহবিলাপ' (১৮৭০), 'অশ্রুমালা
(১৮৯৫), 'মহরম শরীফ' (১৯৩২), 'কুসুমকানন' (১৮৭৩),
‘শিবমন্দির' (১৯২১), 'অমিয়ধারা' (১৯২৩), 'শ্মশানভ
(১৯৩৮)।