Solution
Correct Answer: Option C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিতর্কপ্রধান ও সমাজ সমস্যামূলক উপন্যাস 'শেষ প্রশ্ন' (১৯৩১)।
উপন্যাসটির চরিত্র: শিবনাথ-মনোরমা, অজিত-কমল, নীলিমা-আশুবাবু।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 'শ্রীকান্ত' (১৯১৭, ১৯১৮, ১৯২৭, ১৯৩৩), 'বড়দিদি' (১৯০৭), 'বিরাজ বৌ (১৯১৪), 'পল্লীসমাজ' (১৯১৬), 'নিষ্কৃতি' (১৯১৭), 'দেবদাস (১৯১৭), 'চরিত্রহীন' (১৯১৭), 'দত্তা' (১৯১৮), 'গৃহদাহ' (১৯২০), 'দেনাপাওনা', 'বিপ্রদাস', 'শেষের পরিচয়', 'পরিণীতা', 'পণ্ডিত মশাই', 'বৈকুণ্ঠের উইল, ‘অরক্ষণীয়া’, ‘বামুনের মেয়ে', 'নববিধান'।