কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধে সাহায্য করে?

A ভিটামিন 'সি'

B ভিটামিন 'ডি'

C ভিটামিন 'কে'

D ভিটামিন 'বি₂'

Solution

Correct Answer: Option C

ভিটামিন - কে ' এর অভাবে রক্ত তঞ্চন প্রক্রিয়ায় দেহের ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধে ও দেহ থেকে অবাঞ্জিত রক্তপাত বন্ধ হয় । ভিটামিন - সি এর অভাবে স্কার্ভি রােগ হয় । ভিটামিন - ডি এর অভাবে রিকেটস রােগ হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions