বর্তমানে CIRDAP- এর গভর্নিং কাউন্সিলের সভাপতি কোন দেশ? 

A শ্রীলঙ্কা 

B পাকিস্তান 

C মিয়ানমার 

D বাংলাদেশ 

Solution

Correct Answer: Option D

- CIRDAP- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিআইআরডিএপি)।
- CIRDAP-এর পূর্ণরূপঃ- Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- প্রতিষ্ঠিত হয়ঃ- ৬ জুলাই ১৯৭৯
- (জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদস্যদের ৬টি দেশের সমন্বয়ে প্রথম এটি গঠিত হয়।
- সদর দপ্তরঃ- ঢাকা, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী ভবন।

- (৪-৬) জুন, ২০২৪ এ ব্যাংককে সিরডাপের গভর্নিং কাউন্সিলের তিনদিনের বৈঠক অনুষ্ঠিত হয়।
- এটি ছিল গভর্নিং কাউন্সিলের ২৪তম সভা।
- এই সভায় ১৩ বছর পর বাংলাদেশ সিরডাপ (CIRDAP) গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছে।
- ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশকে গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত করা হয়।
- ২০২৬ সালে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানটির পরবর্তী কাউন্সিল সভার আয়োজক বাংলাদেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions