তিস্তা বাঁধের ভারতীয় অংশের নাম কি?
A গজলডোবা বাঁধ
B ডালিয়া ব্যারেজ
C ফারাক্কা বাঁধ
D বরাক ব্যারেজ
Solution
Correct Answer: Option A
- তিস্তা বাঁধের ভারতীয় অংশের নাম গজলডোবা বাঁধ।
- গজলডোবা বাঁধ স্থাপিত হয়েছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে।
- গজলডোবা বাঁধের (ব্যারাজ) মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে।