বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি?
Solution
Correct Answer: Option C
- হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত - দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে)।
- বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী - নাফ।
- বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী - হাড়িয়াভাঙ্গা।