আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি?
A ওয়ালেস লাইন
B ১৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা
C দশ ডিগ্রি চ্যানেল
D দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা
Solution
Correct Answer: Option C
- দশ ডিগ্রি চ্যানেলটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর দুটি দ্বীপপুঞ্জ যথা আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- দশ ডিগ্রি চ্যানেল হল একটি প্রণালী বা চ্যানেল।
- এটি ছোট আন্দামান দ্বীপ ও কার নিকোবর দ্বীপের মাঝে অবস্থিত।
- চ্যানেলটি প্রায় ১৫১ কিলোমিটার (৯৪ মা) চওড়া।