Solution
Correct Answer: Option A
- বাংলা ভাষায় আগত ফারসি উপসর্গ: কার, দর, ফি, না, নিম, বদ, বে, বর, ব, কম ।
- ফারসি "দর" উপসর্গযোগে 'মধ্যস্থ' অর্থে "দরদালান" শব্দটি গঠিত হয়েছে।
- অপয়া ও হাভাতে হলো বাংলা উপসর্গ। 'পাতকুয়া' ক্ষুদ্র কূপ অর্থে ব্যবহৃত হয়।