Solution
Correct Answer: Option B
একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে ভিন্ন অর্থ প্রদান করে। যেমন:
প্রদত্ত শব্দ - অর্থ
মাথা উঁচু করে চলা - গর্বভরে চলা
মাথা কাটা যাওয়া - সম্মানহানী
মাথা ঘামানো - দায়িত্ব নেয়া/ভাবনা করা
মাথা ব্যথা - আগ্রহ
মাথা খাটানো - বুদ্ধি খাটানো
মাথা খাওয়া - সর্বনাশ করা
মাথায় হাত দেয়া - ফাঁকি দেয়া
মাথা হেট করা - লজ্জায় মাথা নিচু করা ।