'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কী করে? কার রচনার অংশ?
A রবীন্দ্রনাথ ঠাকুর
B শওকত ওসমান
C কাজী নজরুল ইসলাম
D মুনীর চৌধরী
Solution
Correct Answer: Option C
- কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ 'রুদ্রমঙ্ঘল' (১৯২৭) ।
- এ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ 'আমার পথ' এর বিখ্যাত উক্তি- 'অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাহিরের গোলামি থেকে রেহাই পাবে কী করে? আত্মাকে চিনলেই আত্মানির্ভরতা আসে।