'মুসলমানীর গল্প' এর রচয়িতা কে?

A কাজী নজরুল ইসলাম

B ড. মুহম্মদ শহীদুল্লাহ

C রবীন্দ্রনাথ ঠাকুর

D আলাওল

Solution

Correct Answer: Option C

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ 'মুসলমানীর গল্প' (১৯৪১)। এ গল্পের প্রধান চরিত্র হবির খাঁ; আর গল্পের ভরকেন্দ্রে রয়েছে বর্ণ হিন্দুদের জাতপাতের সমালোচনার সঙ্গে মুসলমানদের উদারতার কথা।
- তার রচিত অন্যান্য গল্প: 'শেষ কথা', 'মধ্যবর্তিনী', 'সমাপ্তি', 'নষ্টনীড়', 'একরাত্রি', 'ছুটি', 'হৈমন্তী', 'পোস্ট- মাস্টার', 'দেনাপাওনা', 'খোকাবাবুর প্রত্যাবর্তন', 'কাবুলিওয়ালা', 'শান্তি', 'রবিবার', 'দুরাশা', "মাস্টার মশাই', 'ক্ষুধিত পাষাণ', ' ‘নিশীথে', 'জীবিত ও মৃত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions