মানিকের মাসিক বেতন ৯% বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে ১,৮৫৩ টাকা হলো। মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল?

A ১,৬৫০ টাকা

B ১,৬৯৯ টাকা

C ১,৭০০ টাকা

D ১,৭৫০ টাকা

Solution

Correct Answer: Option C

এখানে বলা হয়েছে, মানিকের সঞ্চয় তার বেতনের "সমান হারে" অর্থাৎ ৯% বৃদ্ধি পেয়েছে।
ধরি, মানিকের আগের মাসিক সঞ্চয় ছিল 'ক' টাকা।

- সঞ্চয় বৃদ্ধি পেয়েছে = ৯%।
- নতুন সঞ্চয় = আগের সঞ্চয় + আগের সঞ্চয়ের ৯%
                 = ক + (ক এর ৯%)
                 = ক + ০.০৯ক
                 = ১.০৯ক
- প্রশ্নানুসারে, এই নতুন সঞ্চয়ের পরিমাণ হলো ১,৮৫৩ টাকা।
- সুতরাং, ১.০৯ক = ১,৮৫৩
           বা, ক = ১,৮৫৩ / ১.০৯
           বা, ক = ১,৭০০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions