৩ ভাইয়ের বয়সের গড় ১৭ বছর। তাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৬ বছর হলে, পিতার বয়স কত?

A ৫২ বছর

B ৫১ বছর

C ৫৩ বছর

D ৬৮ বছর

Solution

Correct Answer: Option C

- ৩ ভাইয়ের বয়সের গড় = ১৭ বছর।
- সুতরাং, ৩ ভাইয়ের মোট বয়স = ১৭ × ৩ = ৫১ বছর।
- বাবাসহ তাদের মোট সদস্য সংখ্যা = ৩ + ১ = ৪ জন।
- বাবাসহ ৪ জনের বয়সের গড় = ২৬ বছর।
- সুতরাং, বাবাসহ ৪ জনের মোট বয়স = ২৬ × ৪ = ১০৪ বছর।
- অতএব, পিতার বয়স = (বাবাসহ ৪ জনের মোট বয়স) - (৩ ভাইয়ের মোট বয়স)
   = ১০৪ - ৫১
   = ৫৩ বছর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions