Solution
Correct Answer: Option C
- পাল বংশের পতনের পর দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন রাজবংশের সূচনা হয়।
- সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন হলেও বিজয় সেনের সময়েই বাংলায় সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয়।
- সেন বংশের রাজা লক্ষ্মণ সেন ১২০৪ সালে বখতিয়ার খিলজীর আক্রমণে নদীয়া ত্যাগ করেন।
- তবে দক্ষিণ-পূর্ব বাংলায় (বিক্রমপুর) অবস্থান করে লক্ষ্মণ সেন আরও ২-৩ বছর রাজত্ব করার পর ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫) মৃত্যুবরণ করেন।
- তিনি মূলত সেন বংশের সর্বশেষ সার্বভৌম রাজা ছিলেন। তাঁর শাসনকাল ১১৭৮-১২০৪।
- লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় (১২০৫-১২৩০) বিক্রমপুর থেকে বাংলার অন্যান্য অংশ শাসন করেন।
- কেশব সেনের শাসনের মধ্য দিয়ে বাংলায় সেন বংশের শাসনের অবসান ঘটে।