নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?

A পাট

B মূলা

C গম

D যব

Solution

Correct Answer: Option A

ছোট দিনের উদ্ভিদ (বড় রাত্রির উদ্ভিদ):
এ উদ্ভিদে দিনের দৈর্ঘ্য ছোট হলে ফুল ফোটে। যেমন- আলু, ইক্ষু, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তামাক, কসমস, সয়াবিন, সরিষা, পাট প্রভৃতি।

বড় দিনের উদ্ভিদ (ছোট রাত্রির উদ্ভিদ):
এ উদ্ভিদে দিনের দৈর্ঘ্য বড় হলে ফুল ফোটে। যেমন: আফিম, লেটুস, পালংশাক, যব, ঝিঙ্গা প্রভৃতি।

দিন নিরপেক্ষ উদ্ভিদ: এসব উদ্ভিদের ফুল ফোটার জন্য দিনের দৈর্ঘ্যের সময়সীমার উপর নির্ভরশীল নয়। যেমন: আউস ধান, টমেটো, শসা, সূর্যমুখী, কার্পাস তুলা প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions