একটি কলমের ক্রয়মূল্য একটি বইয়ের ক্রয়মূল্য অপেক্ষা ৭ টাকা কম । উক্ত কলম ও বইয়ের ক্রয়মূল্য একত্রে ৪৭ টাকা হলে ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option C
মনেকরি, কলমের ক্রয়মূল্য = x টাকা
∴বইয়ের " = (x + ৭) "
প্রশ্নমতে, x + (x + ৭) = ৪৭
⇒ x + x + ৭ = ৪৭
⇒ ২x = ৪৭ - ৭
⇒ ২x = ৪০
∴ x = ২০
∴ ১০% লাভে কলমের বিক্রয়মূল্য = ২০*(১১০/১০০) = ২২ টাকা