কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা-আসলে ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ৪০%। মুনাফার বার্ষিক হার ৮% হলে, সময় নির্ণয় করুন।
A ৪ বছর
B ৫ বছর
C ৬ বছর
D ৭ বছর
Solution
Correct Answer: Option B
মনেকরি, আসল = x
∴ মুনাফা = x এর ৪০%
= x * (৪০/১০০) = (২x)/৫
∴ মুনাফা-আসল = x + (২x)/৫
= (৭x)/৫
প্রশ্নমতে, (৭x)/৫ = ৫৬০০
⇒ x = (৫৬০০*৫)/৭
⇒ x = ৪০০০ টাকা
∴ আসল = ৪০০০ টাকা
এবং মুনাফা = ৫৬০০- ৪০০০ টাকা = ১৬০০ টাকা
আমরা জানি, I = (Pnr)/১০০
⇒ n = (I * ১০০)/(P * r) = (১৬০০ * ১০০)/(৪০০০ * ৮) = ৫ বছর