Which of the following intangible assets is not amortized?

A Patents

B Goodwill

C Copyrights

D Franchises

Solution

Correct Answer: Option B

- অদৃশ্য সম্পদ (Intangible Assets) হলো সেই সব সম্পদ যেগুলোর কোনো বাস্তব বা দৃশ্যমান অস্তিত্ব নেই, কিন্তু প্রতিষ্ঠানের জন্য এগুলোর আর্থিক মূল্য রয়েছে। পেটেন্ট, কপিরাইট এবং ফ্র্যাঞ্চাইজি - এই সবগুলোর একটি নির্দিষ্ট বা সীমিত জীবনকাল (useful life) থাকে। এই জীবনকালের মধ্যে প্রতি বছর এগুলোর মূল্য আনুপাতিক হারে খরচ হিসেবে দেখানো হয়, যাকে অবলোপন বা Amortization বলা হয়।

- অন্যদিকে, Goodwill বা সুনামের কোনো নির্দিষ্ট জীবনকাল থাকে না; এটিকে একটি অনির্দিষ্ট জীবনকালের (indefinite life) সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী, সুনামের অবলোপন করা হয় না। পরিবর্তে, প্রতি বছর এটির মূল্য কমেছে কি না তা পরীক্ষা করা হয়, যাকে Impairment Test বলা হয়। যদি এর মূল্য কমে যায়, তবে সেই পরিমাণকে ক্ষতি হিসেবে দেখানো হয়।কিছু ক্ষেত্রে, ব্যক্তিগত সংস্থাগুলি ১০ বছরের মধ্যে সুনামকে অবলোপন করার সুযোগ পায়, তবে পাবলিক সংস্থাগুলির জন্য এটি নিষিদ্ধ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions