স্টকহোম সামিট সম্মেলনের মহাসচিব কে?

A ওয়াঙ্গেরি মাথাই 

B মরিস স্ট্রং

C ইউ থান্ট

D আল ঘোর 

Solution

Correct Answer: Option B

• জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭২ সালে স্টকহোমে সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছিল। সুইডেন সরকারের পক্ষ থেকে এটির আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তৎকালীন জাতিসংঘের মহাসচিব ইউ থান্ট কানাডিয়ান কুটনীতিক মরিস স্ট্রং-কে সম্মেলনের সেক্রেটারি-জেনারেল হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions