Solution
Correct Answer: Option A
- আবরণীবিহীন ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার যে অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণে সক্ষম, তাকে রাইবোজোম বলে ৷
- নিউক্লিওলাস থেকে রাইবোজোম উৎপন্ন হয়।
- রবিনসন ও ব্রাউন (Robinson & Brown) ১৯৫৩ খ্রিস্টাব্দে উদ্ভিদকোষে রাইবোজোম আবিষ্কার করেন।
- প্যালাডে (Plade) ১৯৫৫ খ্রিস্টাব্দে এদের প্রাণিকোষে পর্যবেক্ষণ করেন এবং রাইবোজম নামকরণ করেন।
- রাইবোজোমের প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন ও RNA ।
- E.coli এর 70s রাইবোজোমে ৩৭% প্রোটিন এবং ৩৬% RNA বিদ্যমান।
- প্রোটিন সংশ্লেষণ করাই রাইবোজোমের প্রধান কাজ। তাই রাইবোজোমকে ‘প্রোটিন ফ্যাক্টরি (Protein factory) বলা হয়।