উপসর্গযোগে গঠিত শব্দ হলো-

A নবান্ন 

B আকাল 

C পঞ্চনদ 

D ঢাকাই 

Solution

Correct Answer: Option B

- ইংরেজি ‘Prefix শব্দকে বাংলায় ‘উপসর্গ’ বলে।
- যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে।
- বাংলা ভাষায় তৎসম (সংস্কৃত) উপসর্গ বিশটি এবং খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি।
- এর মধ্যে আ, সু, বি, নি- উভয় উপসর্গে ব্যবহৃত হয়।
- তৎসম ‘আ’ উপসর্গটির ‘অভাব’ অর্থে ব্যবহৃত শব্দ: আ (তৎসম উপসর্গ) + কাল (তৎসম শব্দ) = আকাল। নব+অন্ন = নবান্ন (সন্ধি); নব যে অন্ন = নবান্ন (বহুব্রীহি সমাস); ঢাকা+আই = ঢাকাই (প্রত্যয়); পঞ্চ নদীর সমাহার = পঞ্চনদ (সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions