লর্ড লিটন কত সালে 'আমর্স অ্যাক্ট' প্রবর্তন করেন?
Solution
Correct Answer: Option B
- ভারতের ভাইসরয় লর্ড লিটন ১৮৭৮ সালে 'আর্মস অ্যাক্ট' বা অস্ত্র আইন প্রবর্তন করেন।
- এই আইনটি ছিল অত্যন্ত বৈষম্যমূলক।
- আইন অনুসারে, কোনো ভারতীয় লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র বহন বা নিজের কাছে রাখতে পারতো না, যা একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতো।
- কিন্তু, এই আইন ইউরোপীয় বা শ্বেতাঙ্গদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না।
- ভারতবাসীর প্রতিবাদ করার ক্ষমতাকে খর্ব করার উদ্দেশ্যেই লর্ড লিটন এই আইন জারি করেছিলেন বলে মনে করা হয়।