Solution
Correct Answer: Option D
- শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ ‘নিজ বাসভূমে’ (১৯৭০)।
- এ কাব্যগ্রন্থটিতে ১৯৪৭ সালের পরবর্তী সময়ে পাকিস্তানি বাহিনী বাংলা ভাষা ও কৃষ্টি, রাজনীতি ও অর্থনীতির ওপর যে নগ্ন ও নির্মম হামলা চালিয়েছিলো তা ফুটে উঠেছে।
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ: ‘ঝরাপালক’ (১৯২৭), ‘মহাপৃথিবী’ (১৯৪৪), ‘সাতটি তারার তিমির' (১৯৪৮), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), 'বনলতা সেন' (১৯৪২), 'রূপসী বাংলা' (১৯৫৭), 'বেলা অবেলা কালবেলা' (১৯৬১)।