ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?

A মৃত্যুক্ষুধা

B লালসালু

C আরেক ফাল্গুন

D ঘর মন জানালা

Solution

Correct Answer: Option C

- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।

অন্যদিকে, 
- ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, চল্লিশের দশকের ভঙ্গুর ও বিপর্যস্ত সময়কে বাস্তব অভিজ্ঞতার আলোকে তুলে ধরে কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ‘মৃত্যুক্ষুধা' (১৯৩০)।
- গ্রাম-বাংলায় ধর্ম নিয়ে একটি শ্রেণির ব্যক্তিস্বার্থ অর্জন ও নারী জাগরণের চিত্র নিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু' (১৯৪৮)।
- দিলারা হাসেম রচিত নগর জীবনের বৈশিষ্ট্যকেন্দ্রিক উপন্যাস ‘ঘর মন জানালা' (১৯৬৫)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions