Solution
Correct Answer: Option C
- রেটিনা হলো চোখের সবচেয়ে ভেতরের স্তর এবং এটিই একমাত্র আলোকসংবেদী অংশ।
- এটি ক্যামেরার ফিল্মের মতো কাজ করে।
- যখন আলোকরশ্মি চোখের লেন্সে প্রবেশ করে, তখন তা রেটিনার ওপর একটি প্রতিবিম্ব তৈরি করে।
- রেটিনায় থাকা রড ও কোন নামক আলোকসংবেদী কোষগুলো এই আলোক শক্তিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে এবং অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়, যার ফলে আমরা দেখতে পাই।