ট্রান্সফরমারের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়?
Solution
Correct Answer: Option B
ট্রান্সফরমারের ক্ষমতা কিলোওয়াট (KW) এর পরিবর্তে কিলো ভোল্ট-অ্যাম্পিয়ার (KVA) এ প্রকাশ করা হয় কারণ ট্রান্সফরমারের মোট ক্ষমতা তার মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ এবং কারেন্টের গুণফলের ওপর নির্ভর করে। ট্রান্সফরমার তৈরির সময় নির্মাতারা জানেন না যে এতে কোন ধরণের লোড সংযুক্ত করা হবে। লোডের ভিন্নতার কারণে পাওয়ার ফ্যাক্টরও পরিবর্তিত হয়। কিলোওয়াট (KW) হলো প্রকৃত ক্ষমতা, যা পাওয়ার ফ্যাক্টরের ওপর নির্ভরশীল। যেহেতু পাওয়ার ফ্যাক্টর অজানা থাকে, তাই ট্রান্সফরমারের ক্ষমতা আপাত ক্ষমতা বা অ্যাপারেন্ট পাওয়ার (Apparent Power) অর্থাৎ KVA-তে প্রকাশ করা হয়, যা পাওয়ার ফ্যাক্টরের ওপর নির্ভরশীল নয়।