Solution
Correct Answer: Option A
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়।
- একই রূপ দুটি বিশেষ্য পদ একসাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করলে যে সমাস হয়, তাই ব্যতিহার বহুব্রীহি সমাস।
- এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয়।
- যেমন: কানে কানে যে কথা = কানাকানি। আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ (ব্যধিকরণ বহুব্রীহি); নাই জানা = অজানা (নঞ তৎপুরুষ); দুই তল আছে যার = দোতলা (প্রত্যয়ান্ত বহুব্রীহি)।