কোন শব্দটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?

A দেশান্তর 

B গ্রামান্তর 

C লোকান্তর 

D তেপান্তর 

Solution

Correct Answer: Option D

- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।
- দিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় এবং এ সমাসে পরপদের অর্থের প্রাধান্য থাকে।
- যেমন: তিন প্রান্তরের সমাহার = তেপান্তর । অন্য গ্রাম = গ্রামান্তর (নিত্য সমাস); অন্য দেশ = দেশান্তর (নিত্য সমাস); অন্য লোক = লোকান্তর (নিত্য সমাস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions