মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি?

A লিখন পদ্ধতির উদ্ভাবন

B চাকা আবিষ্কার

C পিরামিড নির্মাণ

D গণতন্ত্রের সূচনা

Solution

Correct Answer: Option B

- চাকা আবিষ্কার মেসোপটেমীয় সভ্যতার একটি বিশাল অবদান।
- খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের দিকে মেসোপটেমিয়ায় কুমোরের কাজে প্রথম চাকার ব্যবহার শুরু হয়।
- এর কিছুকাল পরেই যানবাহনে চাকার ব্যবহার শুরু হয়, যা পরিবহন ও বাণিজ্যে বিপ্লব নিয়ে আসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions