আন্তর্জাতিক রেডক্রস দিবস কবে পালিত হয়?
A ৯ মার্চ
B ৮ মে
C ৫ জুন
D ৮ সেপ্টেম্বর
Solution
Correct Answer: Option B
১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে প্রতি বছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়।