Solution
Correct Answer: Option D
- কৃষ্ণ সাগর (Black Sea), পীত সাগর (Yellow Sea), এবং লোহিত সাগর (Red Sea) ভৌগোলিকভাবে স্বীকৃত সাগর।
- কৃষ্ণ সাগর ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থিত।
- পীত সাগর চীন ও কোরীয় উপদ্বীপের মাঝে অবস্থিত এবং লোহিত সাগর আফ্রিকা ও এশিয়াকে পৃথক করেছে।
- "নীল সাগর" (Blue Sea) নামে কোনো সাগরের আনুষ্ঠানিক অস্তিত্ব বা স্বীকৃতি নেই, যদিও সমুদ্রের জলের নীল রঙের কারণে কাব্যিকভাবে এই শব্দটি ব্যবহৃত হতে পারে।