Solution
Correct Answer: Option D
- প্রাকৃতিক গ্যাস মূলত একটি হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ, যার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মিথেন (CH4)।
- প্রাকৃতিক গ্যাসে সাধারণত ৮০% থেকে ৯৭% পর্যন্ত মিথেন থাকে।
- এর পাশাপাশি স্বল্প পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন এবং অন্যান্য গ্যাসও থাকতে পারে।