'পার্পল লাইন' সীমারেখাটি কোন দুটি দেশকে পৃথক করেছে?
A ইসরাইল-ফিলিস্তিন
B লেবানন-ইসরাইল
C জর্ডান-ইসরাইল
D সিরিয়া-ইসরাইল
Solution
Correct Answer: Option D
'পার্পল লাইন' সীমারেখাটি সিরিয়া ও ইসরাইলকে পৃথক করেছে।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর এই দুটি দেশের মধ্যে যুদ্ধবিরতি রেখা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি কার্যত দুটি দেশের মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে। জাতিসংঘের পর্যবেক্ষকরা এই লাইনটি তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।